টনটনে ক্যারিবিয়ানদের হারিয়ে দেওয়ার পর আত্মবিশ্বাসের পারদ অনেকটাই চড়ে গেছে টাইগারদের। সাকিবের সেঞ্চুরি, লিটনের সাহসীয় ইনিংস, এক ওভারে মোস্তাফিজের জোড়া আঘাত সাহসী করে তুলেছে বাংলাদেশকে। তাইতো ইংল্যান্ডের নটিংহামে ২০০৫ সালের পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া তারা। সেই কথায় জানালেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
অধিনায়ক বলেন, ‘অস্ট্রেলিয়া সবসময়ই বিশ্বকাপে ভিন্ন দল। বড় মঞ্চে সবসময়ই ভালো করে। টুর্নামেন্টের অন্যতম সেরা দলের সঙ্গে আমাদের খেলা। এখানে নিজেদের সেরাটা দেওয়া ছাড়া আর বিকল্প নেই। শুধু নিজেদের সেরাটা দিলেই চলবে না। নিজেরা শতভাগ দেওয়ার পর চাইতে হবে যেন অস্ট্রেলিয়া ৭০ ভাগের বেশি দিতে না পারে।’
আজ থেকে ১৪ বছর আগে ২০০৫ সালে কার্ডিফে ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে প্রথম ও শেষবারের মতো হারায় বাংলাদেশ। সে ম্যাচের বাংলাদেশ দল থেকে শুধু মাশরাফিই টিকে আছেন এখনকার দলে।
সেই কথা মনে করি দিয়ে অধিনায়কের বক্তব্য, ‘এটা এমন টুর্নামেন্টে যেখানে সবাই ভালো খেলতে চায়, জিততে চায়। আর তাই আগের চেয়ে আমরা যে ভালো দল তা প্রমাণের এটাই সঠিক সময়। আমি তো মনে করি আমাদের এখন অনেক পরিবর্তন হয়েছে। আমাদের ড্রেসিংরুমে অনেকেই আছে যারা বিশ্বাস করে আমরা যেকোনো দলকে হারাতে পারি।’
২০০৩ সালে প্রথম ও শেষবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ১৬ বছর আগের সেই সফরে দলে ছিলেন মাশরাফি। ২০০৫ সালে কার্ডিফে হারের পর নানা অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ দলকেও সফরের দাওয়াত দেয়নি অস্ট্রেলিয়া। এই অবস্থায় অস্ট্রেলিয়াকে কি এখন প্রমাণ দেওয়ার সময় যে বাংলাদেশ দল আগের থেকে অনেক ভালো?
মাশরাফির জবাব, ‘না। আমি মনে করি না তাদের কাছে আমাদের কিছু প্রমাণ করতে হবে। ওসব আমাদের মাথায় নেই। দলের জন্য ভালো খেলতে হবে, বিশ্বকাপে ভালো খেলতে হবে- শুধু এ বিষয়গুলোই মাথায় থাকবে। আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই আগের চেয়ে এখন অনেক ভালো দল।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply