ভারতের আসামে কয়েকজন মুসলিমকে পিটিয়ে ‘জয় শ্রী রাম’ ও ‘পাকিস্তান মুর্দাবাদ’ বলতে বাধ্য করেছে স্থানীয় উগ্রপন্থী একটি হিন্দু সংগঠন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাজ্যটির বারপেতায় দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলাকারী সংগঠনের নাম গোপন রেখে এনডিটিভি জানায়, স্থানীয় পুলিশের কাছে ওই হিন্দু সংগঠন এবং এর প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অভিযোগ দুটি করে অল আসাম মাইনরটি স্টুডেন্টস ইউনিয়ন (আমসু) এবং নর্থ-ইস্ট মাইনরটিস স্টুডেন্টস ইউনিয়ন (নেমসু)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবারের এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রকাশ্যে আসে। এতে অভিযুক্ত ডানপন্থী হিন্দু সংগঠনের কর্মীদের বারপেতায় একটি অটোরিকশা থেকে কয়েকজন মুসলিমকে নামিয়ে মারধর করতে দেখা যায়। এসময় তাদেরকে ‘জয় শ্রী রাম’ ও ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান দিতেও বাধ্য করা হয়।
মুসলিম হেনস্তার এ ঘটনা অভিযুক্তরা ভিডিও করে, তারাই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়।
এদিকে স্থানীয় কংগ্রেস সাংসদ আবদুল খালেক এ ঘটনায় পুলিশের এসপিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply