ভারতের হিমাচল প্রদেশে যাত্রীবাহী একটি বাস গিরি খাতে পড়ে গেছে। এতে ৪৪ জন নিহত এবং ৩০ জনের মতো আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজ্যের কুল্লু জেলার বানজার তেহশিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বানজার সিভিল হাসপাতাল ও কুল্লু জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারত ও আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় ৭০ জন যাত্রী নিয়ে বাসটি কুল্লু থেকে গাদা গুশাইনি যাচ্ছিল। রাজ্যের কুল্লু জেলার বানজার তেহশিল এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গিরিখাদে পড়ে যায়। এতে মোট ৪৪ জন নিহত হন। আহত হন ৩০ জনের মতো। আহতদের বানজার সিভিল হাসপাতাল ও কুল্লু জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জেলা পুলিশ প্রধান শালিনী অগ্নিহোত্রী বার্তা সংস্থা এএফপি’কে বলেন, খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবহন ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, গিরিখাতের নিচে একটি জলপ্রবাহের কাছে বাসটি দুমড়ে-মুচড়ে পড়ে আছে। স্থানীয়রা আহতদের জলপ্রবাহটি পার করাচ্ছেন। আহতদের বানজার সিভিল হাসপাতাল ও কুল্লু জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদী। এছাড়া, হিমাচলের গভর্নর আচার্য্য দেবব্রত ও মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
হতাহতদের বেশিরভাগই কুল্লু জেলার বাসিন্দা। জেলা প্রশাসন নিহতদের পরিবার ও আহতদের তাৎক্ষণিকভাবে ৫০ হাজার রুপি সহায়তার ঘোষণা দিয়েছে ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply