বিকালের মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার বরমচাল এলাকার রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান।
এদিকে সোমবার (২৪ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ে সচিব মো. মোফাজ্জেল হোসেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে কুলাউড়ায় অবস্থান করছেন।
দুর্ঘটনার ব্যাপারে মহাপরিচালক মিয়া জাহান বলেন, দুর্ঘটনার ফলে খালে পড়ে যাওয়া কোচ উদ্ধারে ক্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ শেষ হলে এই পথে যান চলাচল স্বাভাবিক হবে। তবে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা ও কালনী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। তবে দুর্ঘটনাগ্রস্ত উপবনের অক্ষত বগিগুলো সকালে ঢাকায় পৌঁছেছে। সকালে ট্রেনটির লাইনচ্যুত বগিগুলোর উদ্ধারকাজ শুরু করা হয় এবং উদ্ধারকাজ এখনও প্রক্রিয়াধীন আছে বলে জানান মিয়া জাহান।
এদিকে এ ঘটনায় নিহত ৪ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফাহমিদা ইয়াসমীন ইভা। তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজের নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, বাড়ি সিলেটে। অপরজন মনোয়ারা পারভীন (৪৫)। বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া এলাকায়।
সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন এক্সপ্রেস রোববার রাত পৌনে ১২টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় এবং দু’টি বগি উল্টে যায়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে কালা মিয়া বাজার সংলগ্ন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply