বাংলাদেশের জন্য এখন প্রতিটি ম্যাচই ফাইনাল। প্রতি ম্যাচেই জয়ের তাগিদ নিয়ে মাঠে নামবে টাইগাররা। বলেছেন বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস। সোমবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাশরাফির দলের প্রতিপক্ষ আফগানিস্তান। সাউদাম্পটনে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। ভারতের বিপক্ষে জয়ের সুযোগ পেয়েও হাতছাড়া করেছে আফগানরা। তবে সেই ম্যাচের শিক্ষা বাংলাদেশের বিপক্ষে কাজে লাগবে বলে জানান আফগান অধিনায়ক।
বিশ্বকাপে চলছে রাউন্ড রবিন লিগের খেলা। তবে বাংলাদেশের চলছে নক আউট পর্ব। প্রতিটি ম্যাচই বাঁচা মরার লড়াই। প্রার্থনায় বসতে হবে পয়েন্ট টেবিলে কাছাকাছি থাকা দলগুলো যেনো জয় না পায়। যদিও অন্যদলগুলোর পয়েন্ট, রানরেট নিয়ে ভাবার সময় নেই বাংলাদেশের। সেমিফাইনালে যেতে জিততে হবে প্রতিটি ম্যাচে।
টাইগার কোচের কাছে বিশ্বকাপ জয় খুবই সম্ভব। তবে তার জন্য জিততে হবে টানা পাঁচটি ম্যাচ। আফগানিস্তানকে কঠিন প্রতিপক্ষ ধরে নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এদিকে ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন অলরাউন্ডার সাইফুদ্দিন ও মোসাদ্দেক। আভাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান সাইফুদ্দিন নিজের ইচ্ছায় নয়, ফিজিও পরামর্শেই আস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে মাঠে নামেনি।
একটা জয় নিয়ে দেশে ফিরতে চায় আফগানিস্তান। ভারতের বিপক্ষে দারুণ সুযোগ হাতছাড়া হয়েছে অভিজ্ঞতার অভাবে। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে পেয়েছে আত্মবিশ্বাস। যা কাজে লাগাতে মরিয়া আফগান অধিনায়ক। আফগানদের পর বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply