নুরুল বশর মানিক, কক্সবাজার প্রতিনিধি: উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গ্রামের প্রভাবশালী ভূমিদস্যূ কর্তৃক এক পরিবারের চলাচলের এক মাত্র রাস্তাটি বন্দ করে দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয় দক্ষিণ সোনাইছড়ি গ্রামের মৃত ইসহাক আহমদ মিয়াজীর পূত্র বৃদ্ধ হাজী মীর জাফরের পরিবারের চলালচলের একমাত্র দীর্ঘ ২০/২২ বছরের পূরনো রাস্তাটি একই এলাকার মৃত আবদুল মোনাফের পূত্র নাজিম উদ্দীন, মোঃ ইউনুছ, মৃত পেটান আলীর পূত্র হায়দার আলী সহ তাদের ভূমিদস্যূ স্বজনেরা গত কয়েকদিন পূর্বে বন্দ করে দিয়ে বৃদ্ধ হাজী মীর জাফরের পরিবারকে এক ধরণের অবরূদ্ধ করে রাখার
অভিযোগ উঠেছে। ভূক্তভোগী হাজী মীর জাফরের পরিবারের অভিযোগ, নাজিম উদ্দিন, ইউনুছ ও হায়দার আলী সহ অন্যান্যরা গত কিছুদিন ধরে রাস্তাটি বন্দ করে দেওয়ার পাঁয়তারা শুরু করলে গত ১৭ জুন হাজী মীর জাফর উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়ের করার জের ধরে ভূমি দস্যূরা আরও ক্ষিপ্ত হয়ে রাস্তাটি একেবারে বন্দ এমনকি মাটি কেটে নিশ্চিহ্ন করে, যার ফলে বৃদ্ধ হাজী মীর জাফরের পরিবারটি যাতায়াত সমস্যায় একেবারেই অবরূদ্ধ হয়ে পড়ে। স্থানীয় যুবলীগ নেতা হেলাল উদ্দীন, হাজী মীর জাফরের পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি বন্দ দেওয়ায় পরিবারটি অবরূদ্ধ অবস্থায় আছে এবং বিষয়টি চরম অমানবিক বলে তিনি স্বীকার করেন। ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলম মেম্বার জানান, বিষয়টি নিয়ে এলাকায়
গণ্যমান্য লোকজন সহ একাধিকবার বৈঠক ও রাস্তাটি বন্দ না করার জোর চেষ্টা করা হলেও প্রতিপক্ষরা কারও সিদ্ধান্ত না মেনে হাজী মীর জাফরের চলাচলের একমাত্র রাস্তাটি বন্দ করে দিলে পরিবারটি অবরূদ্ধ হয়ে পড়ে। যা খুবই অন্যায় ও অমানবিক। ভূক্তভোগীর পরিবারকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে। স্থানীয় জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন চৌধুরী একাধিকবার ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি। উখিয়া থানার কর্তব্য পূলিশ কর্মকর্তা জানান, চলাচলের রাস্তা বন্দ করে দিয়ে পরিবারের লোকজন অবরুদ্ধ করে রাখার মত ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের মধ্যে মোঃ ইউনূছ জানান, চলাচলের রাস্তাটি তাদের নিজস্ব জমির অংশ বিধায় তারা নতূন ঘর নির্মাণের প্রয়োজনে রাস্তাটি বন্দ করে দিয়েছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply