বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় বামিংহ্যামের এজবাস্টনে মঙ্গলবার (২ জুলাই) ক্রিকেটের পরাশক্তি ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগাররা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এ ম্যাচে জয় পেতে হবে মাশরাফিদের।
তাই এই ম্যাচে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে টাইগাররা। সেই লক্ষ্যে আফগানদের বিপক্ষে খেলানো একাদশ নিয়ে মাঠে দেখা যাবে বাংলাদেশকে। তবে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করার সময় কাফ মাসলে ব্যাথা পাওয়ার ফলে ভারতের বিপক্ষে এক প্রকার অনিশ্চত ছিল মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু চার দিনের বিশ্রামেই সুস্থ হয়ে উঠেছে রিয়াদ। প্রথম দিকে ক্র্যাচে ভর দিয়ে হাঁটলেও এখন ক্র্যাচ ছাড়াই হাঁটছেন রিয়াদ।
এদিকে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে কিছুটা পরির্বতন আসতে পারে। আফগানিস্তানের বিপক্ষে তামিমের সঙ্গী হয়েছিলেন লিটন কুমার দাস। তবে ভারতের বিপক্ষে তামিমের সঙ্গী হিসাবে দেখা যাবে সৌম্য সরকারকে। কারণ লিটন ও সৌম্য সরকারের জায়গা বদলে কেউই সফল হয়নি। তাই এ দিক থেকে পরিবর্তন হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply