ইংল্যান্ডের দেয়া ৩০৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ২৫.৩ ওভারে ৫ উইকেটে ১২৩ রান। সাজঘরে ফিরেছেন টম লাথাম, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেইলর ও জেমস নিশাম। এর মধ্যে রান আউট হয়েছেন উইলিয়ামসন ও টেইলর।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে উইকেটে রান সংগ্রহ করে ইংলিশরা। এর আগের ম্যাচে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা জনি বেয়ারস্টো আজও সেঞ্চুরি করেছেন। ১০৬ রান করে আউট হন তিনি। অপর ওপেনার জ্যাসন রয় করেছেন ৬০ রান। অধিনায়ক ইয়ন মরগ্যানের ব্যাট থেকে এসেছে ৪২ রান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট টি, ম্যাট হেনরি টি, জেমস নিশাম ২টি ও মিচেল স্যান্টনার ১টি করে উইকেট শিকার করেন।
লিগ পর্বে দুই দলেরই শেষ ম্যাচ এটি। দুই দলই জানে এই ম্যাচ জেতা মানে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা। অবশ্য যে দলই হারুক, তাদের শেষ চারের আশা শেষ হয়ে যাবে এমন নয়।
তবে, ইংল্যান্ড হারলে এবং পাকিস্তান শেষ ম্যাচে বাংলাদেশকে হারালে ইংলিশরা বাদ পড়বে। আবার নিউজিল্যান্ড যদি আজ হারে এবং পাকিস্তান তাদের শেষ ম্যাচে জয় পায় তাহলে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে যারা নেট রান রেটে এগিয়ে থাকবে তারাই সেমিতে খেলবে। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও ভারত।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply