হাদীস: হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলেপাক (সাঃ) সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবাগণ! তোমরা আমাকে উত্তর দাও। ‘‘যদি তোমাদের কারোর বাড়ীর সামনে দিয়ে নদী প্রবাহিত হয়।
আর যদি ঐ নদীতে সে ব্যক্তি প্রতিদিন পাঁচ বার গোসল করে। তবে ঐ গোসলের পর তার গায়ে কি কোন ময়লা থাকতে পারে? উত্তরে সাহাবারা বললেন, তখন তার গায়ে কোন ময়লা বাকী থাকবে না।
তখন হুযুর (সাঃ) বললেন, উক্ত গোসল হলো পাঁচ ওয়াক্ত নামাযের উদাহরণ স্বরূপ। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাযের মাধ্যমে মানুষের গুনাহসমূহ এমনি ভাবে দূর করে দেন।
যথা সময় নামাযকে আদায় না করা :
হাদীস: হযরত আনাস ইবনে মালেক (রা) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) এর যমানায় নামায যে অবস্থায় ছিল এখন তো আর তার কিছুই দেখতে পাচ্ছি না। তখন তাকে বলা হল-নামায তো যে অবস্থায় ছিল এখনোও তো সে অবস্থায়ই আছে।
তখণ হযরত আনাস ইবনে মালেক (রা) বলেন, তোমরা কি নামাযের লোকসান করনি? তোমরা যা করেছ হা হলো তোমরা নামাযকে যথাসময়ে আদায় না করে দেরিতে আদায় করছ।
অনলাইন বাংলা নিউজ বিডি : / শাকিল আহমেদ মোহন
Leave a Reply