রাকিবুজ্জামান, রংপুর প্রতিনিধিঃ শতবর্ষী বদরগঞ্জ হাট শুধুমাত্র টাকা আদায়ের জায়গা, নুন্যতম সুযোগ সুবিধা পায় না গরু-ছাগল এবং হাটের অন্যান্য ক্রেতা বিক্রেতাগন। হাটে নেই পর্যাপ্ত শেড, ড্রেনেজ ব্যবস্থা, যানবাহনের নিরাপদ গ্যারেজ। অথচ এই হাটের ইজারা মুল্য প্রায় তিন কোটি টাকা, এই ইজারা মুল্যের ২০% সরকার ভ্যাট হিসাবে পেয়ে থাকে। বাকি টাকা টা বদরগঞ্জ
পৌরসভার। বদরগঞ্জ হাট রংপুরের একটি প্রাচীন এবং বড় হাট। অথচ হাটের প্রবেশ মুখেই পৌর কতৃপক্ষ ময়লার ভাগার করে রেখেছে। পৌরসভার মেয়র উত্তম কুমারের উদাসীনতা ঐতিয্যবাহী হাট টি আজ ধুকে ধুকে চলছে। হাটের ইজারাদার রবিউল ইসলাম জানান তিনি বার বার অনুরোধ করার পরেও মেয়র উত্তম কুমার হাটের মুখে ময়লা ফেলা বন্ধ করেন নাই। হাটে জলাবদ্ধতার জন্য ড্রেনেজ ব্যবস্থা করার জন্য একাধিক বার মেয়রের সাথে আলোচনা হলেও, বাস্তবতা হলো পানিতে নিমজ্জিত হাট। বর্ষা মৌসুমের
শুরুতেই হাটে জলাবদ্ধতা প্রকট, এই হাট ঘিরে হাজার হাজার পরিবারের জীবিকা নির্বাহ অনেকটাই হাটের মত হুমকির মুখে। হাট পরিচালনা কমিটির অনেকেই মেয়রের হাট নিয়ে উদাসীনতার অবসান চাচ্ছেন। হাট এর ইজারাদার অনতিবিলম্বে কোরবানির আগেই বদরগঞ্জ হাটের ড্রেনেজ ব্যবস্থা এবং হাট মুখে শহরের ময়লা ফেলা বন্ধের জন্য রংপুর-২ আসনের মাননীয় সাংসদ ডিউক চৌধুরীর আশু হস্তক্ষেপ দাবি করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply