আফজাল মাহমুদ, খোকসা, কুষ্টিয়া প্রতিনিধি: আগামী সাত দিনের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত সভাপতি রবিউল ইসলাম পলাশ। প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবর রহমান ক্যাম্পাসকে মাদকমুক্ত করতে ছাত্রলীগের সহায়তা চাইলে সোমবার (১৫ জুলাই) নবগঠিত কমিটির সভাপতি এ আশ্বাস দেন। এদিকে সোমবার (১৫ জুলাই) ছাত্রলীগের নতুন কমিটির অভিষেক বক্তব্যে
সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘আগামী তিন মাসের মধ্যেই ইবি ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হবে। এছাড়া ইবি ছাত্রলীগের নিজস্ব একটি ওয়েবসাইট খুব দ্রুত উদ্বোধন করা হবে। সকল অনুষদ ও আবাসিক হলে অভিযোগ বাক্স দেয়া হবে। সেই অভিযোগের ভিত্তিতে ছাত্রদের সমস্যা সমাধান করা হবে।’ এসময় তিনি ছাত্রবান্ধব কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে সারাদেশের রোল মডেল করার ঘোষণা দেন তিনি। সোমবার ক্যাম্পাসে নবগঠিত কমিটির অভিশেক ও আনন্দ মিছিল শেষে দলীয় টেন্টে এ অঙ্গীকার করেন তিনি। গত শনিবার গভীর রাতে ইবি ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয়
ছাত্রলীগ। দীর্ঘ আট মাস পরে কমিটি পেয়ে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। তাই সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেয় তারা। ক্যাম্পাসে প্রবেশ করেই তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এ শ্রদ্ধা জানিয়ে কার্যক্রম শুরু করে। এসময় উপস্থিত ছিলেন নব মনোনীত সভাপতি রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন, সাবেক সহ সভাপতি ও কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুসহ সাবেক ও
বর্তমান কমিটির নেতারা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী, উপ উপাচার্য অধ্যাপক মো: শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহার সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরপর তারা বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। এসময় শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক রেজওয়ানুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণ, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মেহের আলী, অধ্যাপক ইব্রাহীম আব্দুল্লাহ সিজার
প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। এসময় প্রেসক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ. সাধারণ সম্পাদক শাহাদাত তিমির, সহ সভাপতি আসফি খানসহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ইবি ছাত্রলীগে কোন গ্রুপিং থাকবে না। সবাইকে সাথে নিয়ে কাজ করব। এছড়াও সকল ধরনের দুর্নীতি নির্মূলে ছাত্রলীগ কাজ করে যাবে।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply