ধর্ম এবং ধর্মীয় অনুষ্ঠান করা হয় বিশ্বব্যাপী মানবতার স্বার্থে। সকলের শান্তির উদ্দেশ্যে আয়োজন করা হয় এসব। কিন্তু ধর্মীয় অনুষ্ঠান যখন সংঘর্ষের সৃষ্টি করে, তখন তা সত্যিই বিপর্যয়ের।
এবার এমনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলো সিলেটে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার এক ওয়াজ মাহফিলে সংঘর্ষ হয়। সিলেটের জৈন্তাপুরে এই ওয়াজ মাহফিলকে ঘিরে দুই মতাদর্শের লোকদের সংঘর্ষে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। জ্বালিয়ে দেয়া হয়েছে আওয়ামী লীগের বর্তমান ইউপি চেয়ারম্যানের বাড়িসহ প্রায় শতাধিক বাড়িঘর।
গত সোমবার দিবাগত রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আমিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাদরাসা ছাত্র মোজাম্মেল হোসেন (২২) হরিপুর মাদরাসার দাওরায়ে হাদিস শেষ বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি একই জেলার গোয়াইনঘাট উপজেলার দৌবাড়ি গ্রামে। জানা যায়, রাতে আমবাড়িতে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করে সুন্নি মতাদর্শের লোকজন। এক পর্যায়ে ওয়াজকে কেন্দ্র করে ওই সমাবেশের মধ্যে ওয়াহাবি মতাদর্শের লোকদের সঙ্গে সুন্নি মতাদর্শের লোকদের সংঘর্ষ হয়। পরে গ্রামের এক স্থানে ওয়াহাবিদের পক্ষ হয়ে আসা ওই ছাত্রের লাশ পড়ে থাকতে দেখা যায়।
আহতদেরকে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজে নেয়া হয়েছে। প্রথমে ওয়াহিবের একটি ছোট্ট গ্রুপ সংঘর্ষে লিপ্ত হলেও পরবর্তীতে উপজেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার মানুষ এসে সুন্নিদের সাথে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে প্রায় শতাধিক বাড়িঘরে আগুন দেয়া হয়।
এ ঘটনায় আগুন দেয়া হয় ২নং জৈন্তাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এখলাসুর রহমানের বাড়িতেও। তার বাড়ি পাশের গ্রাম কেন্দ্রী হাওরে। জৈন্তাপুর থানার ওসি খান মো: মইনুল জাকির জানিয়েছেন, ডিসি, ইউএনও, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় ক্ষয়-ক্ষতি ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জরুরি আনুষঙ্গিক সহায়তা দেয়া হচ্ছে। সার্বিক বিষয়ে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফ করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, গতবছর এ রকম একটি ওয়াজ মাহফিলকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। তখন সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখার ঘটনা ঘটেছিল। ধারণা করা হচ্ছে তারই সূত্র ধরে গতরাতের এ সংঘর্ষের সূত্রপাত।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply