দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর হকের চাচা আবদুল কাহার কে আটক করেছে র্যাব। আজ রবিবার ভোর ৫ টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াপন গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানান দিরাই থানার ওসি দেলোয়ার হোসেন।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেছে জানায় পুলিশ।দিরাই থানার ওসি দেলোয়ার হোসেন আরো জানান,ভোরে দিরাইয়ের কালিয়াপন এলাকায় অভিযান চালিয়ে চাচা আবদুল কাহারকে আটক করে র্যাব।এখন তিনি র্যাবের হেফাজতে রয়েছেন।
ওসির দেওয়া তথ্য অনুসারে আরও জানা যায়,ফয়জুরের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল কালিদারকাপন এলাকায়। তার বাবা মাওলানা আতিকুর রহমান সিলেট-সুনামগঞ্জ সড়কের পার্শ্ববর্তী টুকেরবাজারে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার থাকতেন তিনি।
হামলাকারী যুবক ফয়জুর হক মাদ্রাসায় পড়ার পাশাপাশি একটি কম্পিউটারের দোকানেও কাজ করতেন বলে জানা যায়।
শনিবার রাতে কুমারগাঁওয়ের শেখপাড়ায় যে বাড়িটিতে ফয়জুর হক তার পরিবারের সাথে থাকতেন সেখানে র্যাব ও পুলিশ তল্লাশি চালায় কিন্তু সে সময় বাড়িটি তারাবদ্ধ অবস্থায় ছিল। পরে ফয়জুর হকের মামার বাড়িতে অভিযান চালিয়ে তারা মামা ফজলুল রহমান কে আটক করে নিয়ে আসে পুলিশ।
উলেখ্য,গতকাল বিকাল ৫ টায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ড. জাফর ইকবালের মাথায় ছুরি দিয়ে আঘাত করে ফয়জুর রহমান নামের ঐ যুবক। হামলার পর পর রক্তাক্ত অবস্থায় ড. জাফর ইকবাল কে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশে এয়ার এ্যাম্বুলেন্সে কে ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
হামলার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা হামলাকারী ফয়জুর হক কে গণপিটুনি দিয়ে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তুলে দেয়া হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply