মশা নিধনের ৫০ কোটি টাকা দুই মেয়র লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
রাঙ্গা বলেন, প্রধান মন্ত্রী দেশে নেই বলেই অনিয়ম ও বিশৃঙ্খলা বেড়ে গেছে। এখন সংসদের অধিবেশন নেই তাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি।
বুধবার (৭ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এডিস মশা নিধনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি ক্ষোভে প্রকাশ করে বলেন, যে মেয়র মশা মারতে পারেন না তাদের ডেঙ্গু মশার মতই বিদায় করতে হবে। তিনি আরও বলেন, এ বছর বন্যায় দীর্ঘ সময় বন্যার্তরা পানিবন্দি ছিলেন। সরকারিভাবে যে ত্রাণ দেয়া হয়েছে তাও অপ্রতুল। অনিয়ম হয়েছে ত্রাণ বিতরণে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য- সাহিদুর রহমান টেপা, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply