ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার বিধি প্রত্যাখানের পর সৃষ্ট পরিস্থিতিতে, প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তানের কর্মকাণ্ড নিয়ে রীতিমত আক্ষেপ প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দিল্লিতে আয়োজিত ভারতীয় সেনাবাহিনীর এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে, পাকিস্তানের ব্যাপারে আক্ষেপ করে মন্ত্রী রাজনাথ বলেন, ‘ভগবান করুক, এমন প্রতিবেশী কারও যেন না হয়।’
এদিকে জম্মু-কাশ্মীর অঞ্চলের বিশেষ অধিকার প্রত্যাহারের ব্যাপারে নেয়া দেশটির কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পরেই এ বিষয়ে সরব হয়ে ওঠে পাকিস্তান। এ ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক পর্যায়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ প্রদান, নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা এবং ইসলামাবাদে কর্তব্যরত ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কারের পাশাপাশি কাশ্মীরবাসীর সমর্থনে সামরিক সহযোগিতার কথাও বলা হয় পাকিস্তানের পক্ষ থেকে।
অপরদিকে তবে ভারতের নিজ ভূখণ্ডের ব্যাপারে পাক সরকার ও সেনাবাহিনীর এমন আচরণকে আঞ্চলিক সমস্যা সৃষ্টির ক্ষেত্রে প্রভাবক বলে মন্তব্য করেছে মোদী সরকার। আরও আগে থেকেই কাশ্মীরের অভ্যন্তরে হিংসা ছড়াতে পাকিস্তানের প্রত্যক্ষ প্রভাব রয়েছে বলে ভারত বরাবরই দাবি করেছে। এরই প্রেক্ষিতে, নিজের বক্তব্যের এক পর্যায়ে পাকিস্তানকে কটাক্ষ করে রাজনাথ সিং বলেন, ‘আপনি বন্ধু পাল্টাতে পারেন। প্রতিবেশী বাছার ক্ষমতা আপনার হাতে নেই। ভগবান করুক, এমন প্রতিবেশী যেন কারও না হয়।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply