নিলয় ধর, যশোর প্রতিনিধি : খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এক ছাত্রী ( নাঈমা সুলতানা স্নিগ্ধা ) বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া শিঞ্জন রায়কে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার ( ২০ আগস্ট ) বিকালে ১ দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হলে খুলনার মুখ্য মহানগর আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মমতাজুল হক আরো জানান, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে শিঞ্জন রায় তার প্রেমিকার সঙ্গে স্বামী -স্ত্রী হিসেবে বসবাস করার কথা স্বীকার করেছেন। মামলার পর পুলিশ
অনেক আলামত জব্দ করেছে। এছাড়া তদন্তে স্বামী–স্ত্রী হিসেবে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণের প্রমাণও পাওয়া গেছে । (ওসি) বলেন, ভ্রমণকালে যেসব বাড়ি স্বামী-স্ত্রী হিসেবে তারা ভাড়া করে ছিল সেসব বাড়ির মালিকেরাই পুলিশের কাছে সাক্ষ্য দিয়েছেন যে, শিঞ্জন রায় ও তার প্রেমিকাকে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে বাসা ভাড়া নিয়েছিলেন। কর কমিশনার প্রশান্ত কুমার রায়, এই বিলাস বহুল বাড়ীটির( নির্মাণমূল্য ১০ কোটি ) টাকার অধিক বলে সংশ্লিষ্টদের অভিমত। এই মহলের দাবি, কর কমিশনারের আয়ের সাথে
সম্পত্তির বিষয়টি দুদক তদন্ত করলে অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে। এদিকে আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তৌহিদুর রহমান আদালতের কাজে শিঞ্জন রায়ের পাসপোর্ট জব্দ করার অনুমতি প্রার্থনা করেছেন। এই সূত্র হতে জানা গেছে, বৌ-ভাত অনুষ্ঠানের পর শিঞ্জন রায়ের তার নতুন স্ত্রীকে নিয়ে হানিমুনে বিদেশযাত্রার কথা ছিল। সেই হিসাবে দু’জনের পাসপোর্টে ভিসাও লাগানো রয়েছে। এই সূত্রের ধারণা, বৌ-ভাত পার হয়ে গেলে শিঞ্জন রায়কে ধরাটা কঠিন হতো।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply