গত ২৪ ঘণ্টায় (২২ আগস্ট সকাল ৮টা থেকে) ঢাকাসহ সারাদেশে নতুন করে ১৪৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ভেতরে ৬৮৯ ও বাইরে ৭৫৭ জন ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়- নতুন ১৪৪৬ জন ভর্তি হওয়ায় এ বছর জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তির সংখ্যা ৬১ হাজার ৩৮ এ গড়িয়েছে।
এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৯৫৬ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ৬ হাজার ৩৫ জন। তাদের মধ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে ঢাকা শহরের ৪১টি হাসপাতালে ৩ হাজার ৪১১ জন ভর্তি রয়েছেন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৬২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৪৭ জনের মৃত্যু নিশ্চিত করলেও গণমাধ্যমের তথ্যমতে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply