ভারতের জম্মু-কাশ্মীর ও লাদাখ অঞ্চলের বিশেষ অধিকার সংলিষ্ট বিধি ৩৭০ প্রত্যাহারের প্রেক্ষিতে, সম্ভাব্য নিরাপত্তা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় উপত্যকার এ অঞ্চলজুড়ে আরোপিত নিষেধাজ্ঞা এবার পুরোপুরি ভাবে তুলে নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা আরোপের ৩৯ দিন পর কেন্দ্রেরে নির্দেশনায় এই অবমুক্তির ঘোষণা দিয়েছে কাশ্মীর সরকারের জনসংযোগ ও তথ্য অধিদফতর। দ্য হিন্দুস্তান টাইমস
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রথমে লাদাখ ও জম্মু অঞ্চলের পাশাপাশি কাশ্মীরের আংশিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও জীবনযাত্রায় খুব বেশি পরিবর্তন আসেনি উপত্যকাজুড়ে। দোকানপাট বন্ধই ছিল, ফাঁকা ছিল স্কুলগুলোও। সড়কগুলোতে খুব বেশি গাড়ি চলাচল করতে দেখা যায়নি। তবে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার পর চালু হয়েছে ফোন লাইন ও মোবাইল পরিষেবাও। অবশেষে সবচেয়ে স্পর্শকাতর এই কাশ্মীর অঞ্চলের নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহারের মধ্যদিয়ে উপত্যকায় স্বাভাবিক জীবনযাত্রার গতি ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয়। কেড়ে নেওয়া হয় কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা। এই ঘটনার প্রেক্ষিপটে অঞ্চলটিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রোধ করতে নিষেধাজ্ঞা জারিসহ বিপুল নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
দ্য হিন্দুস্তান টাইমস
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply