শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ টার দিকে আজগর আলী (২৭) কর্ণফুলী জুটমিল থেকে চাকরি শেষ করে বাড়ি ফেরার পথে নোয়াঁগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দিয়ে যাওয়ার সময় হঠাৎ দক্ষিণ দিক থেকে কিছু মুখোশ দারি ছেলে আজগরের উপর এই হামলা চালায়।
আজগর আলী পৌরসভার ১নং ওয়াড়ের নোয়াগাঁও জনাব মুন্সি মিঞার ছেলে,পরিবারে আজগর আলী চতুর্থ সন্তান। প্রতিদিনের ন্যায় চাকরি শেষে বাড়ি ফেরার পথে হামলাকারীদের শিকার হয়।
পরিবার ও এলাকাবাসিদের সূএে জানা যায– এলাকায় কিছু মাদকসেবী রয়েছে যারা এলাকার সু-ন্তানদের বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে নিচ্ছে, মাদকসেবীদের কারণে এলাকার সু-সন্তান গুলো পড়ালেখা বাদ দিয়ে মাদকসেবীর সাথে রাতে অন্ধকারে মাদকসেবন করে পাশাপাশি এলাকায় আরো অপকর্মের করে বেড়ায়। আজগর আলীর ভাইয়ের ছেলেকে মাদকসেবীদের সাথে সম্পর্ক না রাখার বিষয় নিয়ে তাদের সাথে কথাকাটি কাটি হয় সেই জের ধরে এই আজগর আলীকে হত্যার চেষ্টা করে বলে পরিবারের অভিযোগ।
আহত অবস্থায় আজগরকে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসকরা চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আহত আজগর আলী বর্তমানে চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে এই মাদকসেবীদের অপকর্ম গুলো বন্ধ করতে আমি ও আমার এলাকাবাসী সহ অনেক চেষ্টা করি। কিছুদিন বন্ধ থাকলেও দেখা যাই আবার এই মাদকসেবীরা আবার শুরু করে। এলাকায় কিছু নামধারী লোক এদের পিছনে আছে যারা মাদক ব্যবসার সাথে জড়িত। এলাকার সাধারণ মানুষ কেউ প্রতিবাদ করলে তার উপর হামলা করে। তাদের গ্রেফতার করে যথাযগ আইনানুগ ব্যবস্থা গ্রহন করলে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/সাথী আক্তার
Leave a Reply