দীর্ঘ ৮ বছর পর ফের বাংলাদেশের মাটিতে খেলতে আসছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল! প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি এই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন দলের সেরা তারকা লিওনেল মেসিও, এমনটি জানিয়েছে আর্জেন্টিনা ভিত্তিক সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তা। প্যারাগুয়ের অফিসিয়াল টুইটার পেজ থেকেও নিশ্চিত করা হয়েছে খবরটি। আগামী ১৮ নভেম্বর ঢাকায় (আর্জেন্টিনার) ম্যাচটি হবে।
এদিকে মেসিদের ঢাকা সফরের খবর প্রকাশের দুই সপ্তাহ পরই ঘটনা উল্টো মোড় নিলো। ১৮ নভেম্বর ম্যাচ হলে তো বাকি মাত্র ২৭ দিন। তাহলে কোনো আলোচনা নেই কেন? ম্যাচটি কি হচ্ছে? বাফুফের একটি সূত্র বলছে, ‘সম্ভাবনা কম। তবে বাতিল করে দিচ্ছি না। আগামী সপ্তাহে বোঝা যাবে কি হচ্ছে।
ম্যাচ আয়োজনে প্রয়োজন ৫০ কোটি টাকা। এখনো টাকার ব্যবস্থা করতে পারেনি ম্যাচের প্রস্তাবকারী এজেন্ট। আবার যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে এজেন্টদের শর্ত দিয়েছে মেসি থাকতেই হবে দলে। দুইয়ে-দুইয়ে চার মিলতে হবে। সেটা হয়তো মিলবে। কিন্তু মিলছে না টাকার হিসেব। কে দেবে এতো টাকা?
তাহলে শেষ পর্যন্ত ম্যাচটি হবে কি হবে না-সেটা পরিষ্কার করছেন না কেউ। তের দিন আগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছিলেন, সম্ভাবনা ফিফটি-ফিফটি। তখন আর্জেন্টিনার সূচিতে ম্যাচটি ছিল।
তবে এখন আর্জেন্টিনা তাদের সূচি থেকে ঢাকার ম্যাচ সরিয়ে পরের দিন ১৯ নভেম্বর ইসরাইলের তৃতীয় বৃহত্তর শহর হাইফাতে ম্যাচ খেলবে উরুগুয়ের বিরুদ্ধে। ইতিমধ্যে এ ম্যাচটি তাদের সূচিতে অন্তর্ভূক্ত হয়েছে মেসিদের নভেম্বরের সিডিউলে। তাহলে মেসিরা ১৯ নভেম্বর ইসরাইলে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ খেললে আগের দিন প্যারাগুয়ের বিরুদ্ধে কি করে সম্ভব? এর উত্তর নেই কারো কাছে।
Leave a Reply