বেদনের গান
শৈলেন্দ্র প্রসাদ চৌধুরী মানিক
হঠাত্ এসে থেমে গেছি এই খানে
এমন তো কথা ছিল না !
কথা ছিল দেখা হবে এই পথে
হবে মিলনের মিলন অভিসার !
সে দিনও এমন অভিসার ক্ষনে
ঝরে ছিল ফুল বর্ষণ আকাশ হতে !
চেয়ে ছিল আকাশ তারা গ্রহ বাতাস
আঁখি দুটি বন্ধ ছিল সেই ক্ষনে !
আজ এই শীতের রাতে একেলা জেগে
গেয়ে যাই রিক্ত বেদনের গান !
সব আজ স্তব্ধ শুধুই শিশির পরে
যেন প্রকৃতির বেদনার কান্না !
Leave a Reply