গোলাম মহিউদ্দীন (ঢাকা): জাতীয় চার নেতার অন্যতম,শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর পুত্র একাধিক বার নির্বাচিত সংসদ সদস্য এবং একাধিক মন্ত্রী দায়িত্বে থাকা ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ নাসিম আজ সকালে ইন্তেকাল করেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালের সিইও আল ইমরান জানান আজ ১৩/০৬/২০২০(শনিবার)বেলা ১১টা ১০ মিঃ চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে ইহকাল ত্যাগ করেন।
তিনি গত ১ জুন করোনার উপসর্গ নিয়ে ঢাকার এই হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা পজিটিভ হওয়ার একদিন পর ব্রেইন স্ট্রোক করেন এবং সফল অস্রপাচার হওয়ার পরও মস্তিষ্কের কিছু অংশে রক্ত জমাট ছিল যা উন্নত চিকিৎসার জন্য সিংগাপুরেে যাওয়ার কথা ছিল বলেন তার ছেলে তানভীর শাকিল জয়।
তিনি ১৯৪৮ সালে ২ এপ্রিল সিরাজগঞ্জের কাজিপুরে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে রাজনীতি করেও বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক শেষ করেন। তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আরো বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তিবর্গ।
Leave a Reply