রুপগন্জ প্রতিনিধি:সরকারি সহায়তার আওতায় কৃষকদের কৃষি উপকরণ ও নগদ অর্থ প্রদান করেন নারায়নগঞ্জের রুপগন্জ উপজেলা প্রশাসন।
গত মঙ্গলবার রুপগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্বৃদ্ধির লক্ষ্যে ২২৪ জন কৃষকের মাঝে সরকারি সহায়তা বিনামূল্যে কৃষি উপকরণ ও নগদ ১৯২৫ টাকা করে (জন প্রতি) অর্থ প্রদান করেন।
বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান ভূঁইয়া। তিনি বলেন,বর্তমানে এই মহামারী পরিস্থিতিতে কৃষি কাজে সহায়তা করেছে বাংলাদেশ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ সহ নগদ অর্থ প্রদানের জন্য নির্দেশনা দেন তাহা বাস্তবায়নের জন্যে আজ এই বিনামূল্যে উপকরণ সরবরাহ করা হয়।
ইএনও মমতাজ বেগম বলেন,বর্তমান পরিস্থিতিতে জনগণের যেন খাদ্য সংকটে না পড়তে হয় এবং উৎপাদনে বৃদ্ধি ও কৃষি কাজ ব্যহত রোধে সরকার কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ ও নগদ অর্থ প্রদান করেন।
বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা আফিফা খান,কৃষি কর্মকর্তা তাইজুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার ও প্রেসক্লাব সেক্রেটারি খলিল সিকদার সহ আরো অন্যান্য।
Leave a Reply