গোলাম মহিউদ্দীন(ঢাকা): আজ সোমবার (১৩/৭/২০২০) দ্বিতীয় পর্বে করোনা ভাইরাস ডিজিজ বিস্তার রোধে বিএনপির নির্দেশনায় হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিনামূল্যে হোমিওপ্যাথিক ঔষুধ বিতরন করা হয়।
বিতরণ অনুষ্ঠান কার্যক্রম সকাল ১০ টায় বিনপি কেন্দ্রীয় কার্যালয়ে এইচ ড্যাবের সভাপতি ডা. শফিকুল আলম নাদিম সভাপতিত্বে ও মহাসচিব ডা. একেএম জাকির হোসেনের সঞ্চালনায় শুরু হয়।
সেবা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব এ্যড. রুহুল কবির রিজভী । তিনি বলেন, বর্তমানে দিন দিন করোনা পজিটিভ রোগী বৃদ্ধি পাচ্ছে, প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অতি প্রয়োজন। হোমিওপ্যাথিক চিকিৎসা মানবতার চিকিৎসা। হোমিও চিকিৎসা দেশের জনগনের কল্যাণে বিশেষ ভুমিকা পালন করছে তাই জনগনের উপকারে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় বিনা মুল্যে হোমিও ঔষধ বিতরণ করা হয়। সরকারের অব্যাবস্থাপনায় ও দুর্নীতিে স্বাস্থ্য খাত সহ প্রত্যেকটি বিভাগ নাজেহাল অবস্থা। জনগণ আজ সরকারের চতুরতায় শিকলে বন্দি, চিকিৎসা নৈরাজ্য ও দুর্নীতি জনগণের মাজে আতংক ও বিব্রতকর অবস্থা।
প্রধান বক্তা জাতিয়তাবাদ হোমিওপ্যাথিক চিকিৎসক দলের আহ্বায়ক ডা.আরিফুর রহমান বলেন, দলের নির্দেশনায় ও সংক্রমন প্রতিরোধে আজ ১০টা থেকে ২টা পর্যন্ত বিনামূল্যে প্রায় ৪ হাজার লোকের মাধ্যে হোমিওপ্যাথিক ঔষুধ বিতরন করা হয়।
সভাপতি ডা. শফিকুল আলম নাদিম বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিেতে হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ কোরোনা ভাইরাস ডিজিজ(কোভিড-১৯) সংক্রমণ রোধে,শরীরে রোগ প্রতিরোধ(ইমিউনিটি)ক্ষমতা বৃদ্ধিতে হোমিওপ্যাথিক ঔষুধ আজ বিনামূল্যে জনগণের মাজে বিতরণ করে থাকি।
সন্ঞ্চালনায় থাকা এইচ ড্যাবের মহাসচিব বলেন, হোমিওপ্যাথিক একটি আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা। ভারত সহ বিশ্বে আজ মহামারি কোভিড -১৯ সংক্রমণ রোধে ও শরিরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য হোমিওপ্যাথিক ঔষুধ সাফল্যের সাথে প্রয়োগ করে আসছে। আমরাও জনগণের কল্যাণে বিনামূল্যে হোমিওপ্যাথিক ঔষুধ বিতরন করেথাকি।
বিতরনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, এইচ ড্যাবের সিনিয়র সভাপতি ডা.মো: মজিবুল্যাহ মজিব, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা.গাজী নিজামউদ্দিন , সংগঠনিক সম্পাদক ডা. কাসেমুর রহমান খান ও জেডিডিএর সভাপতি ডা.মো: আবুল খায়ের ভূইয়া ও সাধারন সম্পাদক ডা.নাসিরুদ্দিন সরকার , সাংগঠনিক সম্পাদক ডা.মোহাম্মদ আলী
Leave a Reply