এবারের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্রে সারাদেশে ‘খ’ সেটে পরীক্ষা হলেও মাদারীপুরের কালকিনি উপজেলার তিনটি কলেজ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে ‘ক’ সেটের প্রশ্নপত্রে। এতে অংশগ্রহণ করেছেন ৩ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
কেন্দ্র তিনটি হলো- কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ, ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, সোমবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার পরই বিষয়টি ধরা পড়ে। সারাদেশে ‘খ’ সেটে পরীক্ষা হলেও কালকিনিতে ‘ক’ সেটে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রশ্নপত্রের সেট পরিবর্তনে ফলাফল নিয়ে সবাই চিন্তিত।
অভিভাবকরা অভিযোগ করে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের যেন কোনও ক্ষতি না হয় তাই সবাই মিলে এর সঠিক সমাধান চাই।
একাধিক শিক্ষক বলেন, উপজেলা প্রশাসন থেকে নির্দেশনা দেওয়ায় বিষয়টি প্রথমে আমরা বুঝতে পারিনি। পরীক্ষা শেষে বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক আমাদেরকে জানালে সবার টনক নড়ে ওঠে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়।
মাদারীপুরের কালকিনির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক বলেন, ‘একটি বার্তা ভুল বোঝার কারণে এমনটি হয়েছে। আমরা শিক্ষাবোর্ডে কথা বলেছি, বিষয়টি সমাধানের পথে। এখানে ৩টি কেন্দ্রে পরীক্ষার প্রশ্নপত্র পরিবর্তনের ঘটনা ঘটেছে। পরীক্ষা শেষে বিষয়টি জানার পরে খাতাগুলো আলাদা করে রাখা হয়েছে। সরাসরি এই খাতাগুলো বোর্ডে জমা দিয়ে এলে ‘ক’ সেট অনুযায়ীই পরীক্ষকরা উত্তরপত্রের মূল্যায়ন করবেন।
মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম বলেন, ‘কালকিনি উপজেলা থেকে ভুলবশত এটি হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঢাকা শিক্ষাবোর্ডের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পরীক্ষার্থীর কোনও ক্ষতি হবে না।’
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply