যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার।
এর ধারাবাহিকতায় দেশের ৪০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২৮৫টি কলেজ জাতীয়করণের জন্য চূড়ান্ত করে এসব প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়ে ২০১৭ সালের ২১ মার্চ আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নওগাঁর আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরার দেবহাটা বি বি এম পি ইনস্টিটিউশন এবং নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি করে নেওয়া হয়েছে।
সিলেটের বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় ও রামসুন্দর মডেল উচ্চ বিদ্যালয়, নীলফামারীর কিশোরীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারি করে সোমবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এছাড়া বাগেরহাটের চিতলমারী এস এম মডেল উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয় এবং খুলনার কাজদিয়া উচ্চ বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া এসব বিদ্যালয়ের শিক্ষকরা অন্য বিদ্যালয়ে বদলি হতে পারবেন না। চূড়ান্ত তালিকায় থাকা বিদ্যালয়গুলোতে সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা প্রতিষ্ঠান গুলো কেবল সরকারের আয়ত্ত্বে নিয়ে আসলে হবে না, শিক্ষার মান উন্নয়নেও সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply