গত বৃহস্পতিবার (২৪ মে) ভোরে রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে মহিবুর ও এরশাদুলসহ আনসার আল ইসলামের ৭ সদস্যকে গ্রেফতার করে র্যা ব-৩ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো লক্ষীপুরের রায়পুরের মো. আলীর ছেলে মো. কামাল উদ্দিন (৩৭), কুমিল্লার মুরাদনগর থানার ঘোরাশাল এলাকার সিফাত (৩০), চট্টগ্রামের চাঁদপুর মতলবের আবুল হাসেমের ছেলে দিাদরুল ইসলাম (২৬), শেরপুর কাজীর চর এলাকার আব্দুল মুন্নাফ খানের ছেলে রিফাতুল্লাহ সাব্বি খান (১৯), টাঙ্গাইল সদরের দুপুরিয়া ইউনিয়নের মৃত ইসলাম মিয়ার ছেলে মো. শীতল মিয়া (২৭), পিরোজপুরের নাজিরপুর থানার শাখারীকাঠি ইউনিয়নের আব্দুর রাজ্জাকের ছেলে মুহিবুল রহমান ওরফে আবু উম্মা ওরফে বাবু (২৪) ও ফরিদপুরের সালথা থানার মাওলানা সায়েদুদ্দিনের ছেলে মো. এরশাদুল হক টিটু (২৪)।
‘জঙ্গিবাদকে হ্যা বলুন’, গাজওয়াতুল হিন্দ ও এসো কাফেলাবদ্ধ হই ফেসবুক গ্রুপের সক্রিয় সদস্যসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৭ সদস্যকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) ওই আসামিদের রিমান্ডে নিতে পুলিশের আবেদন মঞ্জুর করেছেন। আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
শনিবার (২৬ মে) মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আসামিরা সবাই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। ঈদ সামনে রেখে বড় বড় বিপণিবিতানসহ গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা করে আসছিল তারা।’
গ্রেফতারকৃতদের মধ্যে মুহিবুল রহমান ওরফে আবু উম্মা ওরফে বাবু ও এরশাদুল হক টিটু বারিধারার ব্লুমফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চারটি জিহাদী বই, একটি মেগাফোন, ছয়টি এ্যাডাপ্টর, চারটি ব্যাটারি, একটি ড্রিল মেশিন, লোহার হাতুড়ি, এক কেজি তারকাটা, দেড় কেজি পটাশিয়াম নাইট্রেট, এক কেজি সালফার, লোহার বল, তিন বোতল এসিড, চাকু, এলার্ম ঘড়ি ও ১৬০টি কাঁচের মার্বেল উদ্ধার করা হয়।
ঈদকে সামনে বিভিন্ন মহলের সাথে সচেষ্ট জঙ্গিরাও। এদের এই অনৈতিক প্রচেষ্টা ঠেকাতে পুলিশের পাশাপাশি সাধারন জনগনকেও সচেতন হতে হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply