আগামী ১৪ জুন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ফিফা বিশ্বকাপের ২১তম আসর।
বিশ্বকাপ সামনে রেখে নতুনভাবে সেজেছে রাশিয়া। বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়াম। প্রতিটি স্টেডিয়ামই সেজেছে রঙিনভাবে।
১৪ তারিখ ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ম্যাচ শুরুর দুই ঘণ্টা পূর্বে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। আর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।
বাংলাদেশ থেকে এবার বিশ্বকাপের খেলা উপভোগ করা যাবে বিটিভি, মাছরাঙা টিভি ও নাগরিক টিভির পর্দায়। উদ্বোধনী অনুষ্ঠানে ‘লাইভ ইট আপ’ শিরোনামের থিম সংটি গেয়ে শোনাবেন নিকি জ্যাম, উইল স্মিথ ও ইরা ইস্ত্রোফি। আর নৃত্যের ছন্দে রাশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরবেন নৃত্যশিল্পীরা।
এছাড়া মস্কোর রেড স্কোয়ারে আরেকটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এখানে প্ল্যাসিডো ডোমিঙ্গুয়েজ ও জুয়ান দিয়েগো ফ্লোর্সের মতো তারকারা পারফর্ম করবেন।
রাশিয়া বিশ্বকাপ মাতাবে ৩২ দল। ৩২টি দলের অংশগ্রহণে ১৪ জুন বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে আগামী ১৫ জুলাই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত লুঝনিকি স্টেডিয়ামে। ১১টি শহরের ১২টি ভেন্যুতে মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ কেবলমাত্র ঘন্টার হিসেব। এরপরই কোটি প্রাণের আনন্দোল্লাসে মেতে উঠবে রাশিয়া, এবং গোটা বিশ্ব।
এটি শুধু যেন খেলা নয়, ভাতৃত্ব বন্ধন দেশগুলোর মাঝে। গোটা বিশ্বকে একত্র করবার দায়িত্ব এর কাঁধে। তরুন থেকে বৃদ্ধ সকলেই তাই মুখিয়ে রয়েছেন চার বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ ফুটবলে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ ও এস
Leave a Reply