সম্প্রতি রাজধানীর মহাখালী ফ্লাইওভারে বেপরোয়া গাড়ির চাপায় নিহত হন সেলিম ব্যাপারী (৫৫) নামের এক ব্যক্তি।
গণমাধ্যম কর্মীদের অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গাড়িটি চালাচ্ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়ি কে চালাচ্ছিলেন তা এখনো শনাক্ত করা যায়নি। যদিও ঘটনার পর সড়ক দুর্ঘটনা আইনে কাফরুল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গাড়িটি কে চালাচ্ছিলেন তা ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি টিভি) ফুটেজ দেখে শনাক্ত করা হবে। ওই ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা নম্বর ১৮। গাড়ির মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে।
বিআরটিএর সঙ্গে যোগাযোগ করে মালিক ও তাঁর ঠিকানা সম্পর্কে নিশ্চিত হতে হবে বলে জানান মাসুদুর রহমান। তিনি বলেন, পাশাপাশি ঘটনার সময় যিনি গাড়ি চালাচ্ছিলেন তাঁকেও শনাক্ত করতে হবে।
সেক্ষেত্রে মূলত আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার কোনো ফুটেজ, যেগুলো সম্ভাব্য পাওয়া যাবে, সেগুলো বিশ্লেষণ করা হবে। তথ্য প্রমাণ ও সাক্ষ্য সংগ্রহণের পরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
কর্মকর্তা বলেন, তবে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
গত বুধবার ডিএমপির মিরপুর জোনের উপকমিশনার মাসুদ আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, গাড়িটি চিহ্নিত করা হয়েছে। গাড়িটি কামরুন নাহার শিউলি নামে বিআরটিএতে রেজিস্ট্রেশন করা। তাঁর সঙ্গে কথা বলে গাড়িটি থানায় নিয়ে আসা হবে। তবে গাড়ি কে চালাচ্ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গাড়ির মালিক কামরুন নাহার শিউলি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর স্ত্রী। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান।
এদিকে, কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামিম হোসেন জানিয়েছেন, সেলিম ব্যাপারীকে চাপা দেওয়া গাড়িটির নম্বর ঢাকা মেট্রো গ ১৩-৭৬৫৫। ঘটনার পর গাড়িটি দ্রুত সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনে ঢোকে বলে পুলিশকে জানিয়েছেন মোটরসাইকেল নিয়ে গাড়িটি অনুসরণ করা এক প্রত্যক্ষদর্শী।
নাম প্রকাশ না করার শর্তে ন্যাম ভবনের গেটে দায়িত্বরত এক আনসার সদস্য জানিয়েছেন, গাড়িটি সাংসদ একরাম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী নিজেই চালান। এমনকি বন্ধুদের নিয়ে উচ্চ স্বরে গান বাজিয়ে বেপরোয়া গতিতে শাবাব গাড়ি চালান বলেও জানান ওই আনসার সদস্য।
সংসদ ভবনের উল্টো দিকে ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের ৬০২ নম্বর ফ্ল্যাটটি সংসদ সদস্য একরামুল হক চৌধুরীর নামে বরাদ্দ বলে জানা গেছে।
গত ১৯ জুন রাতে মহাখালী ফ্লাইওভারে গাড়ি চাপায় নিহত হন সেলিম ব্যাপারী। তাঁর বাড়ি বরিশাল শহরতলীর চরবাড়িয়ার বায়লাখালি।
ক্ষমতার জোরে বহু অপরাধের সাজা থেকে পার পেয়ে যাওয়া এ দেশে নতুন কিছু নয়। এর থেকে পরিত্রাণের উপায় খুঁজতে হবে।
ক্ষমতার আসনে আসীন হয়ে থাকা মানুষগুলোর উচিৎ ক্ষমতার অপব্যবহার কখনো না করা। তবেই তারা জনগনের মনে স্থান করে নিতে পারবেন। এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও কমে আসবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ ও এস
Leave a Reply