কোটা সংস্কারের আন্দোলনে বেশ কয়েকদিন ধরে আবারও উত্তপ্ত রাজপথ এবং বিশ্ববিদ্যালয় এলাকা। এইসব আন্দোলনে হচ্ছে অতর্কিত হামলা, এবং ধরপাকড় করা হচ্ছে বলেও অভিযোগ জানানো হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে।
এবার এদের সহায়তায় এগিয়ে এসেছেন আইনজীবীরা। কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাসহ বিভিন্ন বিষয়ে তাদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের ২০ জন আইনজীবী।
সোমবার সুপ্রিম কোর্টের ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনজীবীরা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, আন্দোলনকারীদের মধ্যে যারা গ্রেফতার হয়েছেন কিংবা যারা গ্রেফতার আতঙ্কে আছেন তারা চাইলে আইনি সহযোগিতা দিতে তারা প্রস্তুত। তারা সুপ্রিম কোর্টের ২০ জন আইনজীবী আলোচনা করে একত্রিত হয়েছেন। আন্দোলনকারীদের মধ্যে হয়রানির শিকার হওয়া ছাত্রদের পরিবারের সদস্যরা যোগাযোগ করলে তারা সহযোগিতা করবেন। প্রয়োজনে নিম্ন আদালতে গিয়েও সহযোগিতা করা হবে।
কোটা সংস্কার আন্দোলনকারীদের আইনি সহায়তার ঘোষণা দেওয়া আইনজীবীদের মধ্যে আছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট আইন্নুনাহার সিদ্দিকা, ব্যারিস্টার অনীক আর হক, অ্যাডভোকেট ড. কাফী, জাহেদ ইকবাল, শাহরিয়ার শাকির, আনোয়ার রেজা, হুমায়ুন কবির, হাসান আরিফ চৌধুরী, পারভেজ হাশেম, উৎপল বিশ্বাস, আবেদা গুলরুখ, নাসিম আহমেদ, আরিফুল হক, দিগ্বিজয় চন্দ প্রমুখ।
এইসব আইনজীবীগণ বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার আশ্বাসের মাধ্যমে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে অনেকটা একাত্মতা পোষণই করলেন। আরো একটু বেগবান হবে এতে ছাত্রদের এই আন্দোলন।
এবার দেখবার বিষয়, সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত নেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply