অনলাইন বাংলা নিউজ বিডিঃ আগামী অর্থবছরে রোহিঙ্গাদের জন্য আলাদা বরাদ্দ থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার সচিবালয়ে রাজস্ব মুদ্রা বিনিময় সমন্বয় ও সম্পদ কমিটির সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন চলতি অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন ভালো হয়েছে। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলে আগামী অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৪ শতাংশ।
অর্থমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মধ্যে কিছু সংখ্যক মিয়ানমারে যাবে, তারপরও অনেককে এখানে থাকতে হবে। পরবর্তী বাজেটে তাদের জন্য কিছুটা বরাদ্দ থাকবে। আগামী বছরে বাজেটের আকার ৩ লাখ ৭১ হাজার। সেই সঙ্গে আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৪ শতাংশ।
Leave a Reply