আজ ঈদুল আজহা। সারাদেশের মুসুল্লীগন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই দিনটি পালন করে। এদিন ঈদের নামাজে সামিল হয়ে শুভেচ্ছা বিনিময় করেন সকলে।
আজ ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, গণভবনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মী, কবি-সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, পরে প্রধানমন্ত্রী একই স্থানে বেলা ১১টায় বিচারক, মন্ত্রীপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, বিদেশি কূটনীতিক, জ্যেষ্ঠ সচিব এবং সচিব পদমর্যাদার বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
কেবল ঈদ নয়। আমরা যেন প্রতিটি দিন সত্য ও ন্যায়ের পথে চলতে পারি। গরীবকে বিলিয়ে দেবার মানসিকতা কেবল একদিনের জন্য নয়, সারা বছরের জন্যই গড়ে উঠুক। তবেই আমাদের দেশটা হয়ে উঠবে সুন্দর।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ ও এস
Leave a Reply