নাটোরে ভৌতিক বিদ্যুত বিলের কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১’র গ্রাহকরা। গ্রাহকদের ব্যয়কৃত ইউনিট ও তার বিলের পরিবর্তে পল্লী বিদ্যুত সমিতি তৈরিকৃত বিলের তারতম্যে ক্ষিপ্ত ও অতিষ্ঠ গ্রাহকরা।
এমন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলার শংকরভাগ বাজারে গ্রাহকদের মাঝে বিদ্যুত বিলের কপি সরবরাহ করতে গেলে হাফিজুর রহমান নামে সমিতির এক মিটার রিডারকে ভৌতিক বিলের কারণ জানতে চেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটকে রাখে গ্রাহকরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
এদিকে নাটোর পল্লী বিদ্যুত সমিতির প্রস্তুতকৃত ভৌতিক বিদ্যুত বিলের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন সংশ্লিষ্ট গ্রাহকরা। ভৌতিক বিলের রহস্য উদ্ঘাটন ও তার সমাধান করা না হলে বিল পরিশোধ করবেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। তবে এই ধরনের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন নাটোর পল্লী বিদ্যুত সমিতির জিএম সোহরাব হোসেন।
মিটার রিডার হাফিজুর রহমান জানান, বিদ্যুত অফিস বছরে একবার গ্রাহকদের ৫ থেকে ২০ ইউনিট বেশি লিপিবদ্ধ করার জন্য নির্দেশ দেয়। আমি সরেজমিনে গ্রাহকদের প্রকৃত ইউনিট ও বিল লিখে অফিসে জমা দিয়েছি। পরে অফিস যদি গ্রাহকদের ইউনিট ও বিলে তারতম্য তৈরি করে বেশি বিল প্রস্তুত করে তবে আমি কি করতে পারি? আমাকে আটকে রাখার পরে অফিসে অবহিত করলেও সেখান থেকে কেউ আমার মতো তুচ্ছ কর্মচারীকে বাঁচাতে আসেনি।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক আকরামুল ইসলাম ও স্থানীয় গ্রাহকরা জানান, মঙ্গলবার সকালে নাটোর সদর উপজেলার শংকরভাগ বাজারে গ্রাহকদের মাঝে মিটার রিডার হাফিজুর রহমান বিদ্যুত বিলের কপি সরবরাহ করতে যান।
এ সময় নাটোর পল্লী বিদ্যুত সমিতি কর্তৃক প্রস্তুতকৃত বিগত মাসের ভৌতিক বিদ্যুত বিলের কপিসহ হাজির হন স্থানীয় গ্রাহকরা। পরে হাফিজুর রহমানকে ভৌতিক বিদ্যুত বিলের কারণ জানতে চেয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখেন বিক্ষুব্ধ গ্রাহকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিবেশ শান্ত করে তাকে উদ্ধার করে। গ্রাহকরা জানান, হাফিজুর রহামান এর আগের মাসে এসে মিটার রিড করে গেছেন। কিন্তু তার হিসাব আর সমিতির বিলের হিসাবে গড়মিল রয়েছে।
বিলের এমন তারতম্যে সকল গ্রাহকই কমবেশি ভুক্তভোগী। বিদ্যুত বিলে তারতম্যের বিষয়টি স্বীকার করে নাটোর পল্লী বিদ্যুত সমিতির জিএম সোহরাব হোসেন জানান, গ্রাহকরা কেন বেশি বিদ্যুত বিল দিতে যাবেন? প্রতিটি লাইনে নতুন নতুন মিটার রিডার পাঠানোসহ, কিছু কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে।
একই সঙ্গে গ্রাহকদের ওপর বাড়তি বিল চাপিয়ে দেয়ার বিষয়টি অস্বীকার করে তিনি জানান, তবে সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হচ্ছে। আশা করছি, এই সমস্যা আর থাকবে না।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply