বাগেরহাটে ২০১৩ সালের এক সেপ্টেম্বর নছিমন চালক মো. মামুন মোল্লাকে হত্যা করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১ সেপ্টেম্বর বাগেরহাটের হাকিমপুর গ্রামের মো. মামুন মোল্লার নছিমন খুলনায় যাওয়ার জন্য ভাড়া করে সোহাগ ফকির, ইব্রাহিম মোল্লা, মিজান ও জুনু ওরফে ইসমাইল মোল্লা নামের স্থানীয় চার যুবক। ওই দিন রাত ৮টার দিকে মামুন তাদের নিয়ে নছিমনটি চালিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে ওই চার যুবক খুলনার বটিয়াঘাটা এলাকার একটি ফাঁকা জায়গায় নিয়ে মামুনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ রাস্তার পাশের একটি ডোবায় কচুরিপানার নিচে লুকিয়ে রেখে নছিমনটি নিয়ে পালিয়ে যায়।
এই হত্যার দায়ে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।
একই মামলায় অপর এক আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত চার আসামি হলেন: বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের মিজান (৩০), ভট্টবালিয়াঘাটা গ্রামের সোহাগ ফকির (২৯), ভট্টবালিয়াঘাটা আবাসন কেন্দ্রের ইব্রাহিম মোল্লা (২৮) এবং একই আবাসন কেন্দ্রের জুনু ওরফে ইসমাইল মোল্লা (৩৫)।
দুই বছরের কারাদণ্ড হওয়া আসামি জয়নাল আবেদিনের বাড়ি খুলনার দাকোপ উপজেলার চালনা গ্রামে।
আসামি মিজান ও জুনু মামলা দায়েরের পর থেকেই পলাতক। রায় ঘোষণার সময় মো. সোহাগ ফকির ও ইব্রাহিম মোল্লা আদালতে উপস্থিতিতে ছিলেন।
নিহত মো. মামুন মোল্লা বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের আব্দুল্লাহ মোল্লার ছেলে।
২০১৩ সালের ৩ সেপ্টেম্বর মামুনের বাবা আব্দুল্লাহ মোল্লা বাগেরহাট মডেল থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের প্রায় ১০ মাস পর স্থানীয়দের মাধ্যমে মামুনের পরিবার জানতে পারে, স্থানীয় চার যুবকের কাছ থেকে খুলনার দাকোপ উপজেলার চালনা গ্রামের জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি মামুন মোল্লার নছিমনটি কিনেছেন। এর প্রেক্ষিতে ২০১৪ সালের ১ জুলাই আব্দুল্লাহ মোল্লা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দেরীতে হলেও উপযুক্ত সাজার রায় হয়েছে দোষীদের, এটিই স্বস্তির। তবে এমন নৃশংস হত্যাকান্ডের মত জঘন্য অপরাধের বিচার কার্য দ্রুত সম্পন্ন করা উচিৎ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply