আজ রবিবার সকাল সাড়ে ১০টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামীলীগ। সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ১০ বছর ধরে বিএনপি আন্দোলন করতে পারেনি। দলটির নেত্রী খালেদা জিয়া কারাগারের বাইরে থাকার সময়ও জনগণ তার ডাকে সাড়া দেয়নি। এখন নির্বাচন থেকে পালানোর জন্য বিএনপির নেতাকর্মীরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরো বলেন, আমাদের কাছে খবর আছে, দেশে-বিদেশে ২০১৪ সালের মতো কিভাবে সহিংসতা করা যায় তা নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে এসব করে লাভ হবে না। আমরা জনগণকে নিয়ে তা প্রতিহত করব।
নির্বাচনকে সামনে রেখে প্রচারণার জন্য গতকাল শনিবার সকালে ঢাকা থেকে ট্রেনযোগে উত্তরাঞ্চলে যান ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পথে বিভিন্ন স্টেশনে সভা করেন তারা। এসব সভায় সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণা শেষে আজ রবিবার ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।
নির্বাচনী প্রচারণায় বেশ জোরেশোরেই মাঠে নামছে আওয়ামীলীগ। বিএনপি তাঁদের নেত্রীর বন্দিত্ব অবস্থায় কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে। নির্বাচনের আগে তাঁর মুক্তি হবে কি-না, সেদিকেই নজর দলটির নেতাকর্মীর।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply