বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় তিনি নতুন এক সেল গঠনের কারযকারিতা সম্পর্কে সাংবাদিকদের জানান।
তারানা হালিম বলেন, এই মাসের শেষ দিকেই এক তথ্য সেল গঠন করা হবে। এই সেলের মাধ্যমে ২৪ ঘণ্টা মনিটরিংয়ে রাখা হবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম। সেলটির কাজ হবে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের সত্যতা যাচাই করা, এবং সে অনুসারে পরবর্তী ব্যবস্থা নেয়া।
ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিহত করতে ‘গুজব শনাক্তকরণ ও নিরসন সেল’ দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী এই সেল কোনো গুজব ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার আগেই তা শনাক্ত করে ৩ ঘণ্টার মধ্যে গুজবের সত্যতা সম্পর্কে গণমাধ্যমকে জানাবে।
তিনি বলেন, এছাড়া আমরা একটি নম্বর দেয়ারও চেষ্টা করছি। এই নম্বরটি সব সাংবাদিকদের কাছে থাকবে। আমরা স্বপ্রনোদিত হয়েই আপনাদের কাছে গুজব সংক্রান্ত সংবাদ পৌঁছে দিতে চাই।
কিছুদিন আগেই নিরাপদ সড়কের দাবীতে হওয়া আন্দোলনে বিভিন্নরকম গুজব ছড়িয়ে পড়ে। যার ফলশ্রুতিতে অনেকটাই আবেদন হারায় এই আন্দোলন। ভবিষ্যতে যেন এমন কোনো অপচেষ্টা কেউ না করতে পারে সে উদ্দেশ্যে এই সেল ভূমিকা রাখবে বলে আশাবাদ সকলের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply