শনিবার রাত সোয়া ১০টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় এক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় চলন্ত ট্রেনে ওঠার চেষ্টার সময় পড়ে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আন্তনগর উপবন এক্সপ্রেস রাত সোয়া ১০টার দিকে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়।
“স্টেশনের ৫০ গজ পূর্ব দিকে চলন্ত এই ট্রেনে উঠার চেষ্টা করে দুই যুবক। কিন্তু উঠতে না পেরে তারা পড়ে যায়। এ সময় ট্রেনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তাদের নাম-ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ওসি জাহাঙ্গীর জানান, ওই দুই যুবক সিলেটের কিন ব্রিজের ওপর রিকশা ঠেলার কাজ করত বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। তবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পরিবহনে এমন মর্মান্তিক মৃত্যু সব সময়েই অনাকাঙ্ক্ষিত। এতে সম্পূর্ণ রূপে অসচেতনতা এবং জীবন নিয়ে খাম খেয়ালিপনা মৃত্যুর জন্যে দায়ী। কেবল মাত্র প্রশাসনের উপর দোষ চাপিয়ে আমরা নিয়মের তোয়াক্কা না করে চললে দুর্ঘটনা কখনোই রোধ করা সম্ভব হবে না। এজন্যে প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply