কবি : শ্যামল কুমার রায়।
সকালে ফুটিয়া ফুল বলে, পরমেশ্বর ,
রূপ রস গন্ধে মোরে করেছো সুন্দর ।
সাজ সজ্জা জন্ম মৃত্যু দেবের অঞ্জলি ,
মোর এই কাজ নয় জীবনেতে খালি ।
আমার পরম কাজ বংশের বিস্তার ,
স্থবির করেছো মোরে তাই মুখ ভার ।
অলি এসে কানে কানে বলে গুঞ্জনে ,
মুখ ভার কেন ফুল মিথ্যা অভিমানে ।
ঈশ্বর পরম পিতা জগতের পতি ,
তিনি বিনে সৃষ্টির নাই কোনো গতি ।
আমার জীবনপাত পুষ্পমধু পানে ,
এক বিন্দু রেনু আমি দিবো তোমা এনে ।
নিমিত্ত হইবো আমি তোমাদের তরে ,
স্পন্দিবে নতুন প্রাণ তোমার জঠরে ।
জনম সার্থক হবে পাবে উত্তরাধিকার ,
ঈশ্বর সকল কারণ তুচ্ছ সব আর ॥
Leave a Reply