ক্রিকেটের গুরুত্বপূর্ণ দুটি নিয়ম বদলে ফেলা হয়েছে। রোববার দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেতেই বদলে ফেলা হয়েছে দুটি নিয়ম। একটি বল টেম্পারিং এবং অন্যটি ডাকওয়ার্থ-লুইস মেথড (ডিএল মেথড)।
নতুন নিয়মে বলা হয়েছে, বল বিকৃতি করলে ১২ ডিমেরেট পয়েন্ট যোগ করা হবে। আগে যোগ করা হতো আট ডিমেরিট পয়েন্ট। এছাড়া ৩০ সেপ্টেম্বর থেকে বল বিকৃতির অপরাধের শাস্তি হিসেবে অভিযুক্ত ক্রিকেটারকে ছয় টেস্ট বা ১২টি ওয়ানডে ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে।
একদিন আগে শনিবারই বৃষ্টি আইনের ব্যাপারে নতুন নিয়মের কথা বলা হয়েছিল। গতকাল সেই নিয়মও চালু হয়েছে। নতুন এই নিয়মে স্কোরপ্রতি হিসেবের পরিমাণটা বাড়ছে। যদি প্রথম দল ৪২৮ রান করে এবং সেই সময়ে বৃষ্টি নেমে যায়, তাহলে দ্বিতীয় দলকে ৭০০ রান তাড়া করতে হবে। অনেকেই মনে করছেন অঙ্কের নিয়ম অনুসরণ করতে গিয়ে কার্যত অবাস্তব চাপই দেয়া হচ্ছে রান তাড়াকারী দলের ওপরে। আবার নতুন নিয়ম প্রণয়ন করছেন তারা দেখাচ্ছেন কীভাবে দুই লাখ ৪০ হাজার ডেলিভারিকে বিশ্লেষণ করে তবেই এই নিয়ম বানানো হয়েছে।
একই সাথে চালু হয়েছে আইসিসি’র নতুন কোড অব কন্ডাক্ট এবং প্লেয়িং কন্ডিশন। গত জুলাই মাসের ২ তারিখ ডাবলিনে আইসিসির বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। নতুন নিয়মে লেভেল থ্রি অপরাধের জন্য আট থেকে সাসপেনসন্স পয়েন্ট বেড়ে হয় ১২। অর্থাৎ ছয়টি টেস্ট এবং ১২টি ওয়ানডে ম্যাচের সমান। এখন থেকে লেভেল ওয়ান, টু, থ্রি অপরাধের শাস্তি দিতে পারবেন ম্যাচ রেফারি। লেভেল ফোর অপরাধের শুনানি হবে জুডিসিয়াল কমিশনে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply