করদাতাদের আয়কর রিটার্ন দাখিল ও প্রয়োজনীয় করসেবা প্রদানের জন্য ৩০ নভেম্বর দেশের সকল আয়কর অফিস রাত ১০ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সে হিসেবে আগামীকাল বৃহস্পতিবার দেশের মাঠ পর্যায়ের সকল আয়কর অফিস সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
মঙ্গলবার এনবিআরের প্রধান কার্যালয় থেকে ওই আদেশ দেশের সকল কর অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এনবিআর সদস্য মো. আবদুর রাজ্জাক (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস। এদিন আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। ৩০ নভেম্বরের পর রিটার্ন দাখিল করলে আয়কর অধ্যাদেশ অনুযায়ী জরিমানা দিতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করার জন্য এনবিআর থেকে করদাতাদের আহ্বান জানানো হয়েছে।
করসেবা প্রদানের লক্ষ্যে গত ১ থেকে ৭ নভেম্বর আয়কর মেলা অনুষ্ঠিত হয়। মেলায় করদাতারা ব্যাপক সাড়া পাওয়া যায়। এরপরই করসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এনবিআর ১২ নভেম্বর থেকে কর অঞ্চলে বিকেন্দ্রীকরণ আয়কর মেলা আয়োজন করে। এ ছাড়া গত ২৪ থেকে ৩০ নভেম্বর দেশের ৩১টি কর অঞ্চলে চলছে আয়কর সপ্তাহ।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / কাউসার।
Leave a Reply