আজ শুক্রবার (৫ অক্টোবর) পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। এই উপলক্ষ্যে রাজধানীর আর্মি গলফ গার্ডেন অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তাঁর বক্তব্যে তিনি বলেন, শিক্ষকরা দক্ষ ও যোগ্য না হলে শিক্ষার উন্নতি হবে না। আমাদের দক্ষ ও যোগ্য শিক্ষকের অভাব রয়েছে। তাই শিক্ষকদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি।
তিনি বলেন, ‘শিক্ষকদের উপযুক্ত করে তোলার জন্য কারিগরি শিক্ষার ক্ষেত্রে যে গুরুত্ব দেওয়া হয়েছে, তা অন্য কোনও সেক্টরে দেওয়া হয়নি। শিক্ষকদের মানোন্নয়নে ৪২১ জন শিক্ষককে সিঙ্গাপুরে নানিয়ান পলিটেকনিক ইনস্টিটিউটে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আরও ১১৫০ জনকে ধাপে ধাপে প্রশিক্ষণ নিচ্ছেন। চীনের গুয়াংজুতে ৫৮১ জন শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন। এত বিপুল সংখ্যক শিক্ষককে একসঙ্গে আর কোনও সেক্টরে বিদেশে প্রশিক্ষণ দেওয়া হয়নি।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘চীন সরকার বাংলাদেশের কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে। এবছর ৬২২ জন শিক্ষার্থী চীনের বৃত্তি নিয়ে কারিগরি শিক্ষাগ্রহণ করতে চীন যাচ্ছে। ২০১৭ সালে এ প্রোগ্রাম-এর আওতায় ৩০৮ জন শিক্ষার্থী চীনে গেছে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশ থেকে বড় বড় সার্টিফিকেট নিয়ে বিদেশে গেলেও তারা আসলে ভালো অবস্থানে নেই। যারা কারিগরি শিক্ষা নিয়ে বিদেশ যাচ্ছেন তারাই নিজেকে প্রতিষ্ঠিত করে তুলছে। এজন্যই কারিগরি শিক্ষাকে আমরা অধিক গুরুত্ব দিচ্ছি। বর্তমানে মোট শিক্ষার্থীর মাত্র ১৪ শতাংশ কারিগরি মাধ্যমে পড়াশোনা করছে। এতে আমরা সন্তুষ্ট নই। এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
পুরুষের সঙ্গে নারীদেরকেও কারিগরি শিক্ষায় এগিয়ে নিতে সরকার উদ্যাগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রতিটি জেলায় নারীদের জন্য স্পেশাল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন শুরু হয়েছে। এরই মধ্যে চারটি হয়ে গেছে। বাকিগুলোও পর্যায়ক্রমে হবে। কারিগরিতে শুধু পুরুষ নয়, নারীরাও অনেক এগিয়ে গিয়েছে। পুরুষের পাশাপাশি নারীদেরও আমার দেশের বাইরে শিক্ষা বৃত্তি দিয়ে পাঠাচ্ছি।’
শিক্ষা দিবসে দেশের শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার শিক্ষা উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। তবে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। কারণ বাস্তবমুখী শিক্ষা ছাড়া এগিয়ে যাওয়া কঠিন।’
অনুষ্ঠানের শুরুতে ৫ জন শিক্ষককে শিক্ষায় কৃতিত্বের সঙ্গে অবদান রাখায় সম্মাননা দেওয়া হয়। তারা হলেন, অধ্যক্ষ হরেন্দ্রনাথ নাথ, বরুন কুমার দত্ত, অধ্যাপক ড. ফিরোজা সুলতানা, শামছ উদ্দীন আহমদ মাস্টার, ডা. মির্জা মনজুরুল হক।
দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার ভূমিকা অনেক। এর মাধ্যমে একজন শিক্ষার্থী হাতে কলমে কিছু শিখতে পারে, যা তাঁর পরবর্তী জীবনে কাজে লাগানো যায়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply