জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গ্লাভস হাতে প্রথম বাংলাদেশি ও ১১তম উইকেটরক্ষক হিসেবে ২০০ ডিসমিসালের রেকর্ড গড়ার পর ব্যাট হাতে দশ হাজারি ক্লাবে নাম লিখিয়ে একই দিনে দুই মাইলফলকের দেখা পান ৩১ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
বুধবারের আগে ওয়ানডে ক্রিকেটে ১৯৩ ম্যাচ খেলে ৫ হাজার ১৪৫ রান করেছেন মুশফিক। টেস্ট ক্রিকেটে ৬২ ম্যাচ খেলে করেছেন ৩ হাজার ৬৯৯ রান। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফর্মেটে করেছেন ১ হাজার ১৩১ রান। বুধবারের আগে তিন ফর্মেটের ক্রিকেটে সবমিলিয়ে মুশফিকের সংগ্রহ ছিল ৯৯৭৫ রান। আজ ২৫ রান করে ১০ হাজারি ক্লাবের সদস্য পদ লাভ করেন মুশফিক।
তার আগে একই এলিট ক্লাবে প্রবেশ করা বাকি দুই সতীর্থ তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান রানসংখ্যা ১১,৮৮৪। ৩০৭ ম্যাচ ও ৩৫৭ ইনিংস থেকে এ রান সংগ্রহ দেশসেরা ওপেনারের।
বাংলাদেশিদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক ২০ শতকের পাশাপাশি ৭৩ অর্ধশতকে সংগ্রহ করেছেন এ রান। আর ৩১৪ ম্যাচ ও ৩৫০ ইনিংস থেকে ১০,৫৪২ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ক্যারিয়ারে এ রান সংগ্রহের পথে ১২ শতক ও ৬৯টি অর্ধশতকের ইনিংস খেলেছেন তিনি। তামিম ও সাকিবের পরের অর্থাৎ তৃতীয় অবস্থানেই রয়েছেন মুশফিক।
অনলাইন বাংলা নিউজ বিডি:/ আমিরুল ইসলাম
Leave a Reply