জীবননগরে যাত্রীবেশে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করেছে এক মহিলা অজ্ঞান পার্টি। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনায় ইজিবাইক হারিয়েছেন রশিদুল ইসলাম (৩৫)। সে উপজেলার হরিহরনগর গ্রামের আব্দুস সালামের ছেলে।
জানা যায়, রশিদুল ইসলাম জীবননগর বাজারের একজন নিয়মিত ইজিবাইক চালক। সে প্রতিদিনের মতো সোমবার সকালে তার নিজস্ব ইজিবাইক নিয়ে জীবননগর বাসস্ট্যান্ডে আসে।
সারাদিন ভাড়ার কাজ করার পর বিকালের দিকে একজন বোরকা পরা মহিলা তাকে মহেশপুর হয়ে জীবননগরে যাতায়াতের জন্য ৪৫০ টাকায় রিজার্ভ ভাড়ার চুক্তি করে। এ সময় মহিলা যাত্রীকে নিয়ে জীবননগর থেকে মহেশপুর রওয়ানা দেয়। পথিমধ্যে জলিলপুর মোড়ে পৌঁছানো মাত্র সেখান থেকে আরো কয়েকজন পুরুষ গাড়ি থামিয়ে ভিতরে প্রবেশ করে।
এ সময় যাত্রীবেশী প্রতারক চক্র রশিদুলের মুখে রুমাল চেপে অজ্ঞান করে তাকে রাস্তায় ফেলে দেই এবং ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
পথচারীরা রশিদুলকে উদ্ধার করে তার পকেটে থাকা কার্ডের পরিচয়ের সূত্র ধরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন এ মুহুর্তে তার পুরোপুরি জ্ঞান আসেনি এবং তার সুস্থ্য হতে আরো বেশকিছু দিন অপেক্ষা করতে হবে। ঘটনায় রশিদুলের পরিবার এখন দিশেহারা। তাদের আয়ের একমাত্র অবলম্বন ফিরে পেতে প্রশাসনের সহায়তা চেয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/ আমিরুল ইসলাম
Leave a Reply