র্যাব-৭ এর মেজর মো. রবিউল ইসলাম এর ভাষ্য থেকে জানা যায়, পেকুয়া থেকে নাঈমুল হাসান নামের এক শিশুকে অপহরণ করে মো. সোহেল ও মো. পারভেজ।
অপহরণের দুই মাস ২১ দিন পর নগরের বাকলিয়া এলাকা থেকে নাঈমুল হাসান (৭) নামের ওই শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (৬ নভেম্বর) ভোরে তাকে উদ্ধার করা হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।
নাঈমুল হাসান কক্সবাজার জেলার পেকুয়া এলাকার আবদুল হাই এর ছেলে।
এ সময় দুই অপহরণকারীকে আটক করেছে র্যাব। আটক দুইজন হলেন- মো. সোহেল (৩০) ও মো. পারভেজ (২২)।
র্যাব সুত্র জানায়, বাকলিয়ার রফিক সওদাগর কলোনির একটি কক্ষে শিশুটিকে আটকে রাখে তারা। গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করা হয় এবং অপহৃত শিশু নাঈমুল হাসানকে উদ্ধার করা হয়।
এই অপহরণের কারন সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি র্যাব। এই দুই দুর্বৃত্তকে বিচারের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসা প্রয়োজন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply