কেবলমাত্র আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারটা। এরই মধ্যে অনাকাঙ্ক্ষিত অনিশ্চয়তামূলক পরিবেশ সৃষ্টি করলো মিয়ানমার।
এক দিনে তিন দফায় গোলাগুলি চালিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ ধরনের ঘটনা রোহিঙ্গা প্রত্যাবাসনে সমস্যার সৃষ্টি করতে পারে। এজন্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে সতর্ক করা হয়েছে। তাকে লিখিত এবং মৌখিক দু’ভাবেই সতর্ক করা হয়েছে।
এসময় মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন জানিয়েছেন, তিনি বিষয়টির খোঁজ-খবর নেবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
গত রোববার দুপুরের দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ভেতরে গুলি ছুড়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এতে গুলিবিদ্ধ হন নুরুল ইসলাম নামের এক রোহিঙ্গা যুবক। তাকে উখিয়ার কুতুপালং রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়। এসময় আরও বেশ কয়েকজন আহত হয় বলে জানা গেছে।
সেদিন হঠাৎ করে বাংলাদেশের ভেতরে মিয়ানমারের বিজিপির গুলিবর্ষণের ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় সীমান্ত এলাকায় অনেককে ছোটাছুটি করতে দেখা যায়।
ওইদিন কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটালিয়য়েন উপ-অধিনায়ক মেজর ইকবাল আহমদ বলেন, এটি দুঃখজনক। বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে বিজিপির কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। এর আগেও সীমান্তের কাঁটাতারের বেড়া কাটার অভিযোগে বিজিপি বাংলাদেশে গুলি ছুড়েছে। তবে ওই সময় কেউ গুলিবিদ্ধ হয়নি। এবার গরু চরানো যুবককে কী কারণে গুলি করল সে বিষয়ে এখনও কোনো ব্যাখ্যা দেয়নি বিজিপি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এই ধরনের কর্মকাণ্ড রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাধা সৃষ্টি করতে পারে, যা মোটেও কাম্য নয়। এই বিষয়ে মিয়ানমারের আরো একটু সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply