চীনের ই-কমার্স দানব জ্যাক মা এর প্রতিষ্ঠিত ‘আলিবাবা’। রেকর্ড ভেঙে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তিন শ’ কোটি মার্কিন ডলারের ব্যবসা করলো প্রতিষ্ঠানটি।
১১ নভেম্বরের পোশাকি নাম ‘সিঙ্গলস ডে’ সেল। এইদিনে সকল অনলাইন শপিং এ ছাড়ে ছড়াছড়ি। জিনিসপত্র কিনতে হামলে পড়েছে ক্রেতামহল। না, কোনো ইট-কাঠের দোকান নয়। এ হলো অনলাইন শপিং। আর সেখানেই সেলের প্রথম ঘণ্টায় বিক্রি ছুঁল এক হাজার কোটি ডলার। যার জেরে ভেঙে গেছে গত বছরের এক দিনের বিক্রিবাটার রেকর্ড।
রোববার ছিল চলতি বছরের সিঙ্গলস ডে সেল। দিনটি যেহেতু নভেম্বর মাসের ১১ তারিখ। তাই সেল ‘উৎসবে’র আরেক নাম ‘ডাবল ১১’। ফি বছরের এই নির্দিষ্ট দিনে পণ্যে বিপুল ছাড় দেয় চীনা ই-কমার্স তথা অনলাইন সংস্থাগুলো। আর সেই সেলে নয়া রেকর্ড গড়ল জ্যাক মা’র সংস্থা আলিবাবা। বার্ষিক সেল দিবসের প্রথম ঘণ্টায় তাদের বিক্রির পরিমাণ টাকার অঙ্কে এক হাজার কোটি ডলার। যার জেরে ২০১৭ সালের নিজেদের বিক্রির রেকর্ডই ভেঙে ফেলেছে আলিবাবা।
গত বছর সিঙ্গলস ডে সেলে তাদের বিক্রির পরিমাণ ছিল ২ হাজার ৫৩০ কোটি ডলার। চীনা মুদ্রায় যা ১৬ হাজার ৮০০ ইউয়ান। এ বছর সেই পরিমাণ ছাড়িয়ে গিয়েছে বলে জানান দিয়েছে গ্রস মার্চেন্ডাইস ভ্যালু (জিএমভি)-এর রিপোর্ট। আরো জানা গেছে, সেল শুরুর প্রথম ১ মিনিট ২৫ সেকেন্ডের মাথায় এদিন আলিবাবার বিক্রি ছুঁয়েছে ১০০ কোটি ডলার। এক ঘণ্টায় বিক্রির সেই পরিমাণ ছাঁড়িয়েছে এক হাজার কোটি ডলার। গত বছরের তুলনায় ৫ মিনিট ২১ সেকেন্ড আগে হয়েছে সেই বিক্রি। বিশেষজ্ঞ মহলের মতে, আমেরিকার এক দিনের বিক্রিকেও ছাপিয়ে গিয়েছে আলিবাবার এদিনের লেনদেন।
মার্কিন ডলারের তুলনায় পড়েছে চীনা ইউয়ানের দর। আমেরিকা-চীন বাণিজ্য দ্বৈরথের জেরে আলিবাবার শেয়ার মূল্য পড়েছে ১৬ শতাংশ। যার ফলে সংস্থার বার্ষিক মুনাফার পরিমাণ কমতে পারে বলে গত মাসেই আশঙ্কা প্রকাশ করেছিলেন জ্যাক মা। যা আলিবাবার বিনিয়োগকারীদের মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে দিয়েছিল। ফলে সেই ঘাটতি পোষাতে প্রয়োজন ছিল অতিরিক্ত বিক্রিবাটার। আর সে কারণেই এদিনের সেলে জ্যাক মা শামিল করেছিলেন আলিবাবার হাতে থাকা লাজডা, অ্যান্ড এল ডট মি’র মতো অন্যান্য সংস্থাকেও। সবমিলিয়ে ১ লক্ষ ৮০ হাজার ব্যান্ড এ দিনের সেলে অংশগ্রহণ করেছিল।
এটাই ছিল চেয়ারম্যান পদে থাকাকালীন জ্যাক মা’র দেখে যাওয়া শেষ সিঙ্গলস ডে সেল। গত সেপ্টেম্বরেই সংস্থার চেয়ারম্যান পদে থেকে ইস্তফা দেয়ার কথা ঘোষণা করেছেন আলিবাবার এই প্রতিষ্ঠাতা। নতুন বছরে আলিবাবার চেয়ারম্যান পদের দায়িত্ব নেবেন সংস্থার বর্তমান চিফ এগজিকিউটিভ ড্যানিয়েল ঝ্যাং।
জ্যাক মা এর মতো নতুন চেয়ারম্যান এই প্রতিষ্ঠানটিকে কতটা লাভ এনে দিতে পারেন, সেটি কেবল সময়ই বলতে পারে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply