সম্প্রতি একাদশ জাতীয় নির্বাচনে যাবার বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি এবং ঐক্যফ্রন্ট। ইতোমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেয়া।
এই নিয়ে মিছিলে-স্লোগানে মুখরিত রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও তা জমা দেয়ার দ্বিতীয় দিন মঙ্গলবার। এ উপলক্ষে আজও সেখানে নেতা-কর্মীদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে।
সকাল থেকেই মিছিল নিয়ে মনোনয়নপ্রত্যাশীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন। স্লোগান দিয়ে, ব্যান্ড বাজিয়ে বিএনপির নেতা-কর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের সড়কে মিছিল করছেন।
গতকাল সোমবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি।
নির্বাচনে আসার ঘোষণা এবং মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে বহুদিন পর চাঙা হয়ে উঠেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যকে দেখা গেছে। তবে তারা কাউকে আটকাচ্ছেন না।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী কয়েকজন নেতা ও মিছিলে থাকা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলটির এই নির্বাচনে অংশগ্রহণকে ইতিবাচকভাবে নিয়েছেন নেতা-কর্মীরা। নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলসহ দলের সব পর্যায়ে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
দলটির নেতা-কর্মীদের আশঙ্কা, বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হতে পারে, হয়রানি অব্যাহত থাকতে পারে।
সকল দলের অংশগ্রহনের মাধ্যমেই সুষ্ঠু গনতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে দেশে। এমনটিই প্রত্যাশা সকলের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply