জাতীয় ঐক্যফ্রন্ট বার বারই নির্বাচন পেছাবার দাবি জানিয়ে আসছিলো। তাঁদের দাবীর প্রেক্ষিতে ইতোমধ্যেই এক দফা পেছানো হয়েছে তারিখ। ফের নির্বাচন পেছানোর দাবিতে তাঁরা বৈঠক করেছেন ইসির সঙ্গে।
এই দাবীকে অযৌক্তিক ও অবান্তর বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন কারও কথায় না পিছিয়ে তফসিল অনুযায়ী নির্বাচন করতে ইসিকে অনুরোধ জানিয়েছেন তিনি।
এ নিয়ে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। এই সম্মেলনে তিনি বলেছেন, নির্বাচন আর পেছানোর পক্ষে নই আমরা। আওয়ামী লীগ নির্বাচন ১ মিনিটও পেছানোর পক্ষে নয়।
সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপ করতে এ সংবাদ সম্মেলন ডাকেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব-আপনারা ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন করুন। কারও কথায় নির্বাচন পেছানোর সুযোগ নেই।
সেতুমন্ত্রী বলেন, পর্যবেক্ষক না আসার দোহাই দিয়ে নির্বাচন পেছানোর দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও অবান্তর।
এছাড়া সংবাদ সম্মেলনে বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের নিন্দা জানান তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে চাইলে সংঘাত থেকে বিএনপিকে দূরে থাকার আহ্বানও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির উদ্দেশে তিনি বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন চাইলে সংঘাত থেকে দূরে থাকুন।
সংবিধান অনুযায়ী সময় মত নির্বাচন হবে। নির্বাচনে যোগ্য নেতৃত্ব সামনে আসবে, এমনটাই আশা সকলের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply