বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তার বনানী কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।
সংবাদ ব্রিফিং এ তিনি বলেন, বিএনপির কার্যালয়ের সামনে ঘটা বিশৃঙ্খলা এবং সংঘর্ষে মনে হচ্ছে তারা নির্বাচনে না-ও আসতে পারেন। তবে বিএনপি নির্বাচনে এলে ভালোই হবে। তাহলে জাপা আওয়ামী লীগের সাথে নির্বাচনে যাবে। না এলে তিনশ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি।
এরশাদ বলেন, মহাজোটের ব্যাপারে এখনও আলোচনা হয়নি। বিএনপি নির্বাচনে এলে আমরা জোটবদ্ধ হয়েই নির্বাচন করবো। আশা করছি আমরা জোটবদ্ধ হলেও প্রত্যাশা অনুযায়ী সম্মানজনক আসন পাবো। তিনি বলেন, ১৭ ও ১৮ নভেম্বর আমাদের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হবে।
এরশাদ আরও বলেন, আমাদের নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে উজ্জীবিত। গত চারদিনে তারা প্রায় আড়াই হাজার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাপা নির্বাচনে অনেক ভালো ফলাফল করবে।
সকল দলের অংশগ্রহনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গনতন্ত্র বজায় রাখা সম্ভব।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply