টানা চার ঘন্টার অভিযান শেষে এক জে এমবি সদস্যকে গ্রেফতার করতে পেরেছে র্যাব- ৬ এর সদস্যরা। জানা যায়, ঝিনাইদহের এক কৃষকের বাড়ি হতে ওই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবকের নাম হাফেজ আক্তারুজ্জামান সাগর (২৫)। তিনি ওই কৃষক সরাফত মন্ডলের ছেলে।
তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন র্যাব- ৬ এর খুলনার সিও উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব।
র্যাব-৬ এর সিও সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত সাগর নব্য জেমএবির সদস্য।
বাড়িটি তল্লাশি করে জেহাদী বইসহ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব আরও জানান, সাগরকে গত দুই বছর ধরে নজরে রেখেছিলেন তারা।
গ্রেফতারের পর তার কাছ থেকে জেএমবির কয়েকজনের নাম জানা গেছে বলে দাবি করেন র্যাব কর্মকর্তা।
তাদের ধরার জন্য অভিযান চলবে বলেও জানান তিনি । এদিকে সাগরের বাবা ও তার বন্ধু জিহাদ বলছেন ভিন্ন কথা। সাগরের বাবা সরাফত মন্ডল দাবি করেন, তার ছেলে মানসিক প্রতিবন্ধি।
সেজন্যে ছেলেকে পাবনা পাগলাগারদে পাঠানো হয়েছিল বলে জানান তিনি।
গ্রামবাসীরা জানান, ২ সপ্তাহ আগে সদর উপজেলার বালিয়া ডাঙ্গা গ্রামের মামুন জোয়াদারের মেয়েকে বিয়ে করে সাগর।
একবছর আগেও সাগরকে গ্রেফতারের চেষ্টা করেছিল র্যাব বলে তথ্য দেন এলাকাবাসী।
প্রসঙ্গত, বুধবার (২১ নভেম্বর) ভোর সাড়ে চারটা থেকে সরাফত মন্ডলে বাড়িটি ঘিরে রাখে র্যাব-৬ সদস্যরা।
এরপর স্থানীয়দের ওই এলাকায় প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করে সরাফত মন্ডলের বাড়িতে অভিযান শুরু করে তারা।
ভোর সাড়ে ৪টা থেকে সকাল পৌনে ৯টা পর্যন্ত চলা অভিযান শেষে হাফেজ আক্তারুজ্জামান সাগরকে গ্রেফতার করা হয়।
জেএমবি এর সদস্যরা আসন্ন নির্বাচনকে ঘিরে নাশকতার চেষ্টা চালাতে পারে। এদেরকে ধরে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে শীঘ্রই।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply